মজলুমের মুখোশ খুলে বেরিয়ে এলো জালিমের চেহারা:
✍️ মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ড ও বিএনপির
অপরাধ রাজনীতি
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকে ঘটে গেল এক বীভৎস ও নৃশংস হত্যাকাণ্ড। ব্যবসায়ী সোহাগকে চাঁদা না দেওয়ায় যুবদলের সন্ত্রাসীরা পাথর দিয়ে থেতলে হত্যা করে। হত্যার পর লাশের ওপর তারা বর্বর নৃত্য করে – যা একমাত্র অমানুষের পক্ষেই সম্ভব। এই জঘন্য ঘটনায় গোটা জাতি স্তম্ভিত। ছাত্রসমাজ ও জনগণ এই ভয়ানক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছে।
এই একটি ঘটনা নয়—সারা দেশে বিএনপির নেতাকর্মীরা এখন চাঁদাবাজি, ধর্ষণ, খুন ও সন্ত্রাসের অপরাজনীতি চালিয়ে যাচ্ছে। গত দশ মাসে বিএনপির হাতে নিহত হয়েছে অন্তত একশো মানুষ। বাংলাদেশ যেন হয়ে উঠেছে চাঁদাবাজদের অভয়ারণ্য।
এক সময় যারা নিজেদের 'মজলুম' দাবি করত, তারা আজ 'জালিম' রূপে আবির্ভূত হয়েছে। কিন্তু মনে রাখা দরকার, মজলুম যদি জালিমে পরিণত হয়, তবে আল্লাহর আরশ কেঁপে উঠে।
এইসব সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে মূল হোতা তারেক রহমান। আজকের এই অপরাধতন্ত্র নিয়ন্ত্রণ করতে না পারলে লন্ডনের নিরাপদ দূরত্বও কাজে আসবে না। দিল্লি পালানো দলের মতো, তাদেরও শেষ পরিণতি ভয়াবহ হতে বাধ্য।
বিএনপি আজ ক্ষমতায় না এসেই আওয়ামী লীগের মতো চাঁদাবাজি, খুন, টেন্ডারবাজির রাজনীতিতে নাম লিখিয়েছে। তারা আসলে ক্ষমতা নয়, বিশৃঙ্খলতার রাজনীতি চায়।
আমরা আর সহ্য করবো না—
🔴 সোহাগ হত্যার বিচার চাই
🔴 সারা দেশের সব হত্যাকাণ্ডের বিচার চাই
🔴 চাঁদাবাজ, খুনি, ধর্ষকদের রাজনৈতিক রক্ষাকবচ ভেঙে ফেলা হোক
এই দেশ কোনো দলের সন্ত্রাসীদের জন্য নয়। এটি শান্তিপ্রিয় জনগণের। এখনই সময় রুখে দাঁড়াবার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন