🕌 ওমর (রাদিয়াল্লাহু তা'আলা আনহু)-এর ন্যায়বিচার: আজকের সমাজে প্রয়োগযোগ্য দিক

📖 ভূমিকা ন্যায়বিচার শুধু আদালত বা আইনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের অন্তর, পরিবার, সমাজ এবং রাষ্ট্র—সব জায়গায় অপরিহার্য। ইসলামী ইতিহাসে ন্যায়বিচারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন খলিফা হযরত উমর ফারুক (রাদিয়াল্লাহু তা'আলা আনহু)। তাঁর শাসনকালকে বলা হয় ন্যায় ও সমতার স্বর্ণযুগ। **আল্লাহ বলেন:** “নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করেন আমানত তার হকদারকে পৌঁছে দিতে এবং যখন মানুষের মধ্যে বিচার কর, তখন ন্যায়বিচার করতে।” *(সূরা আন-নিসা: ৫৮)* ⚖️ ওমর (রা.)-এর ন্যায়বিচারের উদাহরণসমূহ 1. **আইনের সামনে সবাই সমান** তিনি কখনো ধনী-গরিব, মুসলিম-অমুসলিমের মধ্যে পার্থক্য করেননি। একবার এক গভর্নর অন্যায় করলে তাঁকে প্রকাশ্যে দণ্ড দেন। 2. **প্রজাদের দুঃখে শামিল হওয়া** - দুর্ভিক্ষের সময় তিনি নিজে মাংস-ঘি খাওয়া ত্যাগ করেছিলেন, যাতে গরিবদের মতো জীবনযাপন করতে পারেন। - রাতে ছদ্মবেশে বের হয়ে জনগণের অবস্থা জেনে ব্যবস্থা নিতেন। 3. **সত্য গ্রহণে নম্রতা** ...